মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তাবৃন্দ।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডার অফিসারদের দপ্তর ও গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এই কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করার বিষয়ে বিবৃতি প্রদান করেছে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন বিবৃতি প্রদানের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
এছাড়া, পরিষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব-স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবি করছে। ইতোমধ্যে গত ২৪ ডিসেম্বর তারিখে সারাদেশে ১ ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সকল কর্মসূচি সফল করার জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha