আবুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত বয়স্ক নারীদের মধ্যে কম্বল ও পায়াক্ট বাংলাদেশ'র সেফহোমে অবস্থানরত যৌনকর্মীর শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টায় যৌনপল্লীর পাশে অবস্থিত দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার কার্যালয় হতে "সম্প্রদায়ের উন্নয়নে সামাজিক সহায়তা" (এসএসিডি) নামক একটি সংস্থার সার্বিক সহযোগিতায় এগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ধানসিঁড়ি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মতিন।
এসএসিডি'র চেয়ারম্যান এ এফ এম আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি আঞ্জুমান আরা বেগম, এসএসিডি'র ডিরেক্টর (অপারেশন) শেখ মোহাম্মদ আবু সাইদ, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস টিপ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহাদৎ হোসেন, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের সিএসিও মো. খোরশেদ আলম, কেকেএস পিভিসিইপি প্রকল্পের ম্যানেজার রুমা খাতুন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (শিক্ষা) শেখ রাজীব, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক শামীম শেখ, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha