বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ এলাকায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, মুকসুদপুর শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি মুকসুদপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. কবির আহমেদ, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা হেদায়েত মুন্সী, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডাঃ দীপ সাহা, ডাঃ কেয়াবালা সহ আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সদস্যবৃন্দ।
জানা যায়, আজকের এ মানববন্ধন কর্মসূচিতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপসচিব পদে সকল কোটা অবসান ও জনবান্ধব সিভিল সার্ভিস গঠনের দাবি পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha