মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । আজ বৃহস্পতিবার ফরিদপুর আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এসোসিয়েশনের ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুস সামাদ । এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
এসময় বক্তারা বলেন," প্রত্যেক ক্যাডার থেকেই পরীক্ষার মাধ্যমে উপসচিব পদে পদায়ন করতে হবে৷
সব ক্যাডারগণই নিজেদের যোগ্যতা ও মেধা দিয়েই সরকারি কর্মকমিশনের পরীক্ষা দিয়েই সরকারি চাকরিতে প্রবেশ করেন৷ তাই উপসচিব পদে পদায়নের ক্ষেত্রে কোন কোটা রাখা বৈষম্যমূলক হবে৷
'২৪ এর গণ-অভ্যুত্থান হয়েছেই বৈষম্যের বিরুদ্ধে৷একটা নির্দিষ্ট ক্যাডার সব পদ কুক্ষিগত করে রাখবে তা মেনে নেয়া হবেনা৷ সব ক্যাডারগণ যাতে পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে উপসচিব পদে পদায়িত হতে পারেন সেই ব্যাবস্থা করতে হবে৷ অন্যথায় দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এই যৌক্তিক আন্দোলন চলতে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha