রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার দর্শনীয় ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আশ্রম চত্বরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামানের নেতৃত্বে আলোচনা সভা ও আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার, আশীষ কুমার সুইট, গনেশ চন্দ্র দাস সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় তিন শতাধিক ভক্তবৃন্দ। আশ্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন দীপেন্দ্রনাথ সাহা, নরেশ চন্দ্র মন্ডল, এ্যাড: সদানন্দ চন্দ্র প্রামাণিক ওরফে শান্ত, প্রদীপ কুমার সরকার ও প্রলয় কুমার দাস। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, দীর্ঘদিন নানা সমস্যার মধ্য দিয়ে আশ্রমটি পরিচালিত হয়ে আসছিল। সেটি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, আশ্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা জন্য একটি সুন্দর গঠনতন্ত্র তৈরি করে সেই মোতাবেক আশ্রমটি পরিচালনার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫