রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইট ভাটায় ব্যবহারের দায়ে একটি ইট ভাটাকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে যৌথ বাহিনীর সহায়তায় লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে ভিএসএল ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট ইট ভাটার বিরুদ্ধে নদী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে এই জরিমানা করা হয়।
ইউএনও মেহেদী হাসান জানান, “নদী থেকে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫