আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদন, বৃদ্ধাশ্রম ও এতিম খানা এবং আড়ানী গুচ্ছ গ্রামে সুবিধাভুগি ২৫০ মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের নিয়ে ওইসব এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিতদের হাতে শীত বস্ত্র তুলে দেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে শীতবস্ত্র (কম্বল) পাওয়া সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের খাদিজা বেওয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) দিয়ে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় ২৫০ পিচ কম্বল বিতরণ করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha