মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ শাহিন জোয়ারদার কে হাসপাতালে কর্মরত অবস্থায় হত্যার উদ্দেশ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বেলা ১২-৩০ মিনিটের দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক মোশাররফ হোসেন, মোহাম্মদ হাজ্জাদ, ডাক্তার ফারুক আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন ডাক্তার শাহিন জোয়ারদার শুধুমাত্র ফরিদপুর নন বাংলাদেশের সম্পদ। গতকাল সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে। এবং তাকে শারীরিকভাবে নিজে আহত করেছে। বক্তারা বলেন ডাক্তার শাহীন জোয়ারদার শুধু ফরিদপুরের নন বাংলাদেশের সম্পদ। অসহায় মানুষের পাশে সব সময় থাকেন। তাদের সব সময় পাশে থাকেন তাদের সহযোগিতা করেন ।
এমন একজন ডাক্তার কে আঘাত করা মানে সকল ডাক্তারকে আঘাত করার শামিল । বক্তারা অবিলম্বে তার উপর হামলা কারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান। তা না হলে আগামী দিন আরো কঠোর কর্মসুচীর দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করা হয় ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফরিদপুর মেডিকেল কলেজের সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ফরিদপুর বাসি সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha