মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় দুইটি ইটভাটা এসকোভেটার দিয়ে উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় আজ মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিত ম্যাজিস্ট্রেট জনাব আবুজর মো. ইজাজুল হক এর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক ভাংগা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ২টি ইটভাটা এস্কেভেটর দিয়ে উচ্ছেদ করা হয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানোসহ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটি হচ্ছে ১) মেসার্স হাওলাদার ব্রিকস (মেসার্স সুফিয়া কে ব্রিকস), ইশ্বরদী, ইশ্বরদী পুলিয়া, ভাংগা, ফরিদপুর।
২) মেসার্স সি এন্ড আর কোং (ব্রিক ফিল্ড), ব্রাহ্মনপাড়া, তারাইল, ভাংগা, ফরিদপুর।
জেলার অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে জেলা প্রশাসন, ফরিদপুর এবং পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha