মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ট্রাকে করে বিশেষ কায়দায় মাদক পাচারের সময় ১৪৮ বোতল ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্রসহ আদিল হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড়ে একটি ট্রাকে চালায় পুলিশ। এসময় ট্রাকে বিশেষভাবে রাখা ১৪৮ বোতল ফেনসিডিল দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ ট্রাকের মালিক এবং চালক আদিলকে গ্রেফতার করা হয়।
আদিল হোসেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার সাত্তার মোল্লার ছেলে। এসময় ট্রাকটিকেও হেফাজতে নেয় পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারেন দৌলতপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকা মহিষকুন্ডি থেকে একটি ট্রাকযোগে মাদকের বড় চালান পাচার হচ্ছে।
এমন সংবাদে মিরপুর থানা পুলিশ মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। বিকেল পাঁচটার দিকে ট্রাকটি ওই এলাকায় পৌঁছালে পুলিশ ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালায়।
এসময় ট্রাকে বিশেষ কায়দায় রাখা ১৪৮ বোতল ফেনসিডিল, একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করে। পরে মিরপুর থানা পুলিশের পক্ষ থেকে অস্ত্র এবং মাদক আইনে দু’টি মামলা দায়ের করে। আটক আদিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha