আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মানব পাচার,বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন বিষয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ ডিসেম্বর’২৪)উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।
প্রথমতঃ-আমেরিকার জনগনের উদার সহায়তায় ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর অর্থায়নে বেসরকারি এনজিও প্রয়াস এর আয়োজনে মানব পাচার,বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্টিত হয়। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক দুরুল হুদা, আলোচ্য বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে আইন ও অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংস্থার পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন তিনি।
পরে, দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি এর অর্থায়নে উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্টিত হয়। রাজশাহীর আইন সহায়তা এ্যাকটিভিটি এর আয়োজন করে। রাজশাহীর প্রজেক্ট অফিসার নাজমুন নাহার জানান,ফৌজদারি,সিভিল ও পারিবারিক বিষয়ে তারা বিনা খরচে আইনি সহায়তা দেবেন। এজন্য ভ’ক্তভ’গিরা নির্ধারিত ফরমে আবেদন করবেন। আবেদন পত্রে উপজেলা লিগ্যাল এইড কমিটির সুপারিশ ক্রমে জেলায় দাখিল করবেন। এতে আইন সহয়তা প্রাপ্তদের কোন টাকা খরচ করতে হবেনা।
উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান,মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা,সমবায অফিসার আব্দুল মকিম , প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুর রহমান,সহকারি শিক্ষা অফিসার, উপজেলা আনসার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) রাজন দাস,বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha