মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে তিন লক্ষ ষাট হাজার টাকা মূল্যে মানের বারো কেজি গাজা সহ দুই জন কুখ্যাত মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা হতে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানার বদরপুর হয়ে মাগুরা জেলার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পাবার পর র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১২:৩০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক তিন লক্ষ ষাট হাজার টাকা মূল্যমানের বারো কেজি গাঁজাসহ দুই জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১) হৃদয় দে (২১), পিতা-শৈলান দে, সাং-ধনেশ্বরগাদী,থানা- শালিকা, জেলা- মাগুরা; ২) মোঃ রনি (২০), পিতা- মৃত নুর ইসলাম, সাং-আঠারোখাদা, শান্তিপাড়া, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মাগুরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha