রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলায় আড়বাব ইউনিয়নের নওদাপাড়া গ্রামসহ তিনটি খ্রিষ্টানপল্লীতে মহাসমারোহে বড়দিন উদযাপন প্রস্তুতি চলছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আরবাব ইউনিয়নের নওদাপাড়া সেন্ট পিটার্স খ্রিস্টান পল্লীতে বড়দিন উপলক্ষে প্রস্তুতি নিতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন ফাদার ফ্রান্সিস ডরেন, খ্রিস্টান পল্লীর সভাপতি সুবোধ পাহাড়ি, গির্জার কাটিখিষ্ট পরিচালনাকারী বৃষ্টি পাহাড়ি ও নিপেনসহ পল্লীর বাসিন্দারা।
এই গ্রামে ২২ টি খ্রিস্টান পরিবার ও ২৬ টি সনাতন পরিবারের প্রায় ২ শতাধিক নারী পুরুষ বসবাস করেন। বড়দিন উপলক্ষে এখানে গির্জায় প্রার্থনা প্রীতিভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া উপজেলার আড়বাব ইউনিয়নের জোত রামনাথপুর খ্রিস্টান পল্লী ও এবি ইউনিয়নের জপমালার মারিয়া গির্জায় বড়দিনের প্রস্তুতি চলছে।
বড়দিন উপলক্ষে গির্জাগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর বিভিন্ন বাড়ির দেয়াল ও আঙ্গিনা। খ্রিস্টান পল্লীর প্রতিটি বাড়িতে সাজ সাজ রব পড়েছে। বিভিন্ন বাড়িতে ছোট বড় আকারের তারা তৈরি করে তাতে আলো দিয়ে যীশুখ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়েছে।
এদিকে খ্রিষ্টান পল্লীতে যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha