ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলা সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক ও আওয়ামীলীগ নেতা মোঃ মোহাসীন কবির খানের জালজালিয়াতি ধরা পড়ায় তার সনদ স্থগীত করে কারন দর্শানোর নোটিশ করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক তার লেখা উপজেলা সাব রেজিস্ট্রী অফিসে নিবন্ধনের জন্য জমাকৃত একটি দলিলের ফাইলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভূয়া দাখিলার স্কান কপি সংযুক্ত করায় তার সনদ সাময়িক স্থাগীত করে সাব রেজিস্ট্রার।
উপজেলা সাব রেজিস্ট্রী অফিস সূত্রে জানা যায়, সনদ নং ১১০/২০১৫ এর সত্বাধীকারী মোঃ মহাসীন কবির খান জালিয়াতি করে ভুয়া দাখিলা যুক্ত করে দলিল জমা করায় তার সনদ সাময়িক স্থগীত করে ও কারন দর্শনোর নোটিশ দেয়া হয়েছে। বিধি মোতাবেক কেন তার লাইসেন্স স্থায়ী বাতিল করা হবেনা তার লিখিত জবার দিতে সময়ে বেঁধে দেয়া হয়েছে। এ বিষয় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান খান জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দলিল নিবন্ধনের জন্য জমা করা আইন ও বিধিসম্মত নয়। এতে সংশ্লিষ্ট দলিল লেখক জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দ্রুত তার বিরুদ্ধে সভা করে সাংগঠনিক নেয়া হবে।
এ বিষয় অভিযুক্ত দলিল লেখক মোঃ মহাসীন কবির খান সনদ স্থগীত ও কারণ দর্শানোর চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, অনিচ্ছাকৃত ভুলবশত একটি দলিলে সঠিক কাগজ দেয়া যায়নি।তাই কর্তৃপক্ষ চিঠি দিয়েছে।আমি নির্ধারিত তারিখের মধ্যে লিখিত জবাব দিয়েছি। এ বিষয় নলছিটির সদ্য সাবেক উপজেলা সাব রেজিস্ট্রার মো.ইফতেখারুল ইসলাম জানান,ভুয়া কাগজপত্র দিয়ে দলিল লেখা বিধি বহিভূত কাজ ও শাস্তি যোগ্য অপরাধ বিধায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুয়ায়ী দলিল লেখক মহাসীন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত দলিল লেখক ও আওয়ামীলীগ নেতা মোঃ মহাসীন কবির খানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া গেছে। সাব রেজিস্ট্রী অফিসে তার দুর্নীতির খবর ফেসবুক ছড়িয়ে পড়লে ভুক্তোভোগীরা তার বিগত দিনের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। জানা গেছে, বিগত আওয়ামী সরকারের আমলে নিজের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী আম্বিকাচরণ এইচ.ই স্কুলের জমি দখলে নিয়ে বসতঘর নির্মাণ করেছেন। ওই স্কুলটি উপজেলার একটি প্রাচীনমত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি রয়েছে । এটি বিট্রিশ সরকার তৎকালীন গোটা বাকেরগঞ্জ মহাকুমায় শিক্ষা বিস্তারে প্রত্যন্ত অঞ্চল চিহ্নিত করে আখরপাড়া গ্রামে প্রতিষ্ঠা করেন বলেও জানা যায়।
সাম্প্রতিক আম্বিচরণ এইচ.ই স্কুলের জমি উদ্ধার কমিটি নামে স্থানীয় একটি সংগঠন আন্দোলনে নেমেছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, সেবাপ্রার্থীর টাকা নিয়ে দলিল সম্পন্ন না করা, ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে দলিল লেখা, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানী, মসজীদ ও মাহফিলের অর্থ লোপাটের অভিযোগও রয়েছে। নানা অপকর্মের হোতা মোঃ মহাসীন কবির খানের সাব রেজিস্ট্রী অফিসে দুর্নীতি ধরা পড়ায় এলাকাবাসী তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha