রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের খ্যাতিমান ফুটবলার গণেশ চন্দ্র দাস আর নেই (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। রবিবার রাতে তিনি পরলোক গমন করেন। তিনি লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের বাসিন্দা দুর্গা চরণ মিস্ত্রীর বড় সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড়, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শ্রী গণেশ চন্দ্র দাস (৭৯) বার্ধক্যজনিত কারণে রবিবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১১ টার দিকে নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। মৃত্যু কালে তিনি দুই পুত্র সন্তান ও নাতি পুঁতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ কয়েক বছর শয্যাশায়ী ছিলেন তিনি। জীবনের শেষ দিকে তিনি আর্থিক কষ্টে মানবেতর জীবন যাপন করেছেন। সোমবার বিকেলে গোপালপুর পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য- তিনি বাংলাদেশ পুলিশ, খুলনা দাদা ম্যাচ ফুটবল ক্লাব, রাজশাহী দিগন্ত প্রসারী, ঈশ্বরদী ব্রাদার্স ক্লাব ও লালপুর টাইগার বোম ফুটবল ক্লাব সহ দেশের বিভিন্ন ক্লাবের হয়ে ৭০ থেকে ৮০ দশকে ফুটবল খেলার নৈপূর্ণ দেখিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha