রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের ফাঁকা জায়গায় মাটি ফেলে দখল করে আওয়ামী লীগের দলীয় অফিস নির্মাণের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়ে। পরবর্তীতে, স্থানীয় বিএনপির কার্যালয় নির্মাণের জন্য একই জায়গা দখল করার চেষ্টা করলে উপজেলা বিএনপির হস্তক্ষেপে তা বন্ধ করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পেছনে বোয়ালিয়াপাড়া বাজারের আড়বাব-রাধাকান্তপুর সড়কের পাশে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি মার্কেট নির্মাণ করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা মাসিক ভাড়ায় মার্কেটের দোকানগুলো বরাদ্দ নিয়েছেন। তবে কিছু জায়গা এখনও ফাঁকা রয়েছে এবং এই সুযোগে স্থানটি দখল করে আওয়ামী লীগের অফিস নির্মাণের চেষ্টা করা হয়েছিল বিগত সময়ে।
এদিকে, ২০ ডিসেম্বর, স্থানীয় বিএনপির নেতা আব্দুল হামিদ (৫০) তার চা স্টলের পাশের ফাঁকা জায়গায় দলীয় কার্যালয় নির্মাণের চেষ্টা করেন। কিন্তু উপজেলা বিএনপির হস্তক্ষেপে সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে আব্দুল হামিদ জানান, "জায়গাটি আমার চা স্টলের সংলগ্ন, তবে এটি পরিত্যক্ত থাকায় স্থানীয়রা সেখানে প্রস্রাব ও ময়লা ফেলে। এর ফলে দুর্গন্ধে আমার দোকানে বসতে কষ্ট হয়। লোকজন বসার জায়গা না থাকায় পাশেই একটি চালা তুলতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি সদস্যরা আমার দোকানে বসে থাকায়, কিছু লোক মনে করেছিলেন এটি দলীয় কার্যালয় নির্মাণের উদ্যোগ। দলের সুনাম ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়েছি।"
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, "বিদ্যালয়ের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণের অনুমতি নেই। আব্দুল হামিদ বিএনপির কোনো পদে নেই। সে একটি ছোট ঘর নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু দলের সুনাম ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় তাকে তা বন্ধ করতে বলা হয়েছে।"
বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার জানান, "আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস নির্মাণের জন্য মাটি ফেলে জায়গা উঁচু করছিলেন। বিষয়টি জানিয়ে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তৎক্ষণাৎ জানাই।"
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে এবং স্থাপনাটি সরিয়ে ফেলা হয়েছে।"
এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, "অতীতে স্কুলের জায়গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণের কোনো উদ্যোগ ছিল না।"
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫