আজকের তারিখ : ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৫৯ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:১৯ পি.এম
ঘন কুয়াশায় ২ ট্রাকের সংঘর্ষের পর আরও ৪ ট্রাকের ধাক্কা, নিহত ১
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে দুটি ট্রাকের সংঘর্ষের পর আরও চারটি ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
নিহত চালক মো. হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন জানান, ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল এলাকা। এ অবস্থায় ডালসড়ক এলাকায় বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাক ও একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর উভয়দিক থেকে আসা আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাকে ধাক্কা দেয়, যার ফলে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে।
এ দুর্ঘটনায় আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হায়দার নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ কুতুবী।
আরও পড়ুনঃ দুদকের মামলার আসামি হতে যাচ্ছে গোপালগঞ্জ সদর হাসপাতালের অসাধু চক্র
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সদর থানার একদল পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে যানজট মুক্ত করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha