শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক রোগী কল্যাণ ফান্ডের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে উক্ত হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহুরুল ইসলাম, ইউনিয়ন পরিদর্শক উজ্জ্বল হোসেন সহ উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত এ সকল প্রতিবন্ধী রোগীরা একা চলাচল করতে না পারায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে ৫ অসহায় প্রতিবন্ধী রোগীকে মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।