মাগুরার মহম্মদপুর উপজেলার বানিয়াবহু গ্রামে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ভাতিজা নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ জুন) সকালের এ ঘটনার সময় একটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে বানিয়াবহু গ্রামের দুই ভাই আফসার মোল্যা ও কদম মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ জমি আফসার মোল্যা দখল করতে গেলে কদম মোল্যা বাধা দেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর জানাজানির পর উভয় পক্ষের লোকজন ছুটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ কদম মোল্যার লোকজনের লাঠির আঘাতে ভাইপো মাফুজার (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি আফসার মোল্যার বড় ছেলে। এ সময় কমপক্ষে পাঁচজন আহত হন। গুরুতর আহত খলিলুর রহমান (৬০) ও মুন্নাফ মোল্যাকে (৫৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালীন সবুজ নামের এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।
খবর পেয়ে মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, ইউএনও রামানন্দ পাল ও উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহ হেল কাফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha