আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
"প্রশিক্ষণ নিন, আত্মকর্মী হোন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৬ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা আনসার ও ভিডিপির ৩০ জন সদস্য, যারা গাভী পালন ও গরু মোটাতাজাকরণের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মাসুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর যুব উন্নয়ন বায়োগ্যাস প্লান্টের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাঈম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মাদ মাহমুদুল আলম, আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা লাল মিয়া এবং আলফাডাঙ্গা প্রাণী সম্পদ অফিসের এসপি আব্দুল সামাদ মোল্যা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫