জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় অনুষ্ঠান করতে এসে বৃহস্পতিবার রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদীঘি শহিদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি।
এদিন বিকালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে তারা একটি বিনোদনমূলক টিকটক তৈরি করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটিক ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ঘটনা জানাজানি হলে এলাকার জনগণের মাঝে এ নিয়ে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরিহিত অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচগান করা শহিদদের প্রতি চরম অবমাননা এবং এটি বরদাশত করা যায় না। বিষয়টি আমি ইউএনওকে অবগত করব।
এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন মোবাইল ফোনে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে হিরো আলম আমাদের সার্কাসে রাতে শো শেষ করে চলে গেছেন। রাত ১১টায় সংশ্লিষ্ট দি রাজমনি সার্কাসের ম্যানেজারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক জানান, বিষয়টি আমি শুনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ somoyerprotyasha@gmail.com
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha