আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ৫:০৯ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২১, ২০২৪, ৮:১৯ পি.এম
নাটোরে শ্মশান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
আনিসুর রহমান, বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধি
নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশান থেকে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম চন্দ্র দাস। এছাড়া, শ্মশানের মন্দিরের ভেতর থেকে দানবাক্সসহ পুরোনো কাসা-পিতলের মালামাল লুটের ঘটনা ঘটে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকার কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহাশ্মশান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চন্দ্র দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।
কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি সুবল রায় জানান, রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোরের কাশিমপুর এলাকার কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ চন্দ্র দাসের হাত-পা বেঁধে হত্যা করে। এরপর তারা শ্মশানের ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ প্রায় ৪ মণ কাঁসা ও পিতলের মালামাল চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ মুকসুদপুরে সিসিডিবির কৃষি উপকরণ ও চেক বিতরণ
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের জন্য রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে। পুলিশ আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha