আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ১:৪৮ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২১, ২০২৪, ১২:৫৯ পি.এম
শিবপুরে একটি বিদেশী অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার
নরসিংদীর শিবপুরে মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আজিজুর রহমান "আজি বৈরাগী"কে গ্রেফতার করতে সক্ষম হয়। শিবপুর মডেল থানার মামলা নম্বর ১(১১)২৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়।
আসামির দেয়া তথ্য মতে, মামলায় উল্লেখিত লুণ্ঠিত মালামাল তার নিজ বাড়ি থেকে ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া, তার দেয়া তথ্য অনুযায়ী, টং দোকানের দক্ষিণ-পূর্ব কোণে সুরক্ষিত স্থান থেকে একটি বিদেশী (৭.৬৫ পিস্তল) ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সৃষ্টিঘর এলাকার জয়নাল আবেদীন বৈরাগীর ছেলে আজিজুর রহমান "আজি বৈরাগী" (৩২)। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন আজ (২১ ডিসেম্বর) এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ আরও জানায়, তার নামে ইতিপূর্বে একাধিক ডাকাতি, খুন ও প্রকাশ্যে মার্ডার করার অভিযোগ রয়েছে। তবে তার ভয়ে সৃষ্টিঘর এলাকায় তার বিরুদ্ধে কেউই মামলা করার সাহস পায় না। উদ্ধারকৃত মালামাল ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha