ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া মিরপুর চিথলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনসমূহের আয়োজনে (কাজী জাফর) গ্রুপের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার সময় এই জনসভাটি অনুষ্ঠিত হয়। জনসভা সফল করতে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ব্যানার, ফেস্টুনসহ সুসজ্জিত হয়ে জনসভা স্থানে এসে জমা হতে থাকে। এ সময় দলীয় নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
মিরপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবিব লিংকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর হাফিজ লালু, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মেজাম্মেল হক, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এম.এ চাঁদ মন্ডল, মিরপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম। জনসভাটি পরিচালনা করেন, মিরপুর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক লালন।
আরও পড়ুনঃ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহসান হাবিব লিংকন। তিনি বলেন, "সম্প্রদায়ী দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে ভারত দখল করতে চায়, কিন্তু আমাদের দেশের মানুষ দল-মত নির্বিশেষে সবাই এক থাকার কারণে তারা তা সফল করতে পারেনি। সবার সজাগ থাকা অত্যন্ত জরুরি।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।