ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
আজ সোমবার সন্ধ্যা ৬ টায় পৌরসভার বাজার এলাকায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি হওয়ায় পৌরসভা এলাকায় স্বাস্থ্য বিধি অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে রোগ সংক্রমণ প্রতিরোধে আইনের ২০১৮ এর (২৪) ২ ধারায় তিনটি দোকানে ও একটি ব্রেড এন্ড বিস্কুট কারখানায় ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
জরিমানা করা দোকান কনিকা ভান্ডারের মালিক সেন্টু সাহাকে ৩০ হাজার টাকা, বর্ষণ ষ্টোরের মালিক রনজিৎ সাহাকে ১ হাজার টাকা, ইমরান মোল্যার মুদি দোকানে ৫০০ টাকা, নাসির বেকারীর মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, করোনা রোগ সংক্রমণ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha