নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় দেড় বছর বয়সী সাইফুল খান নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
সাইফুল খান উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের প্রবাসী শামিম খানের পুত্র।
জানা গেছে বৃহস্পতিবার দুপুরে সাইফুলের মা আঁখি বেগম ছেলেকে গোসল করিয়ে খাওয়া-দাওয়া শেষে ছেলেকে তার দাদা দাদির কাছে রেখে অন্য গ্রামে যান স্বামীর বিদেশ থেকে পাঠানোর টাকা আনতে। হঠাৎ দাদা-দাদী সাইফুকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে।
পরে বিকাল চারটার দিকে স্বজনেরা সাইফুলের দেহ বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। পরে পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য ফারুক মাতুব্বর বলেন,ধারণা করা হচ্ছে শিশুটি তার দাদা দাদির চোখ ফাঁকি দিয়ে খেলা করতে করতে পুকুরের পানিতে পড়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫