মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
হিজড়া এবং তাদের কাছাকাছি জনগোষ্ঠিদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী মর্যাদার সঙ্গে জীবন যাপন, চিকিৎসা সেবা কেন্দ্রে চিকিৎসা , যেকোন প্রয়োজনে আইনী সহায়তা, যোগ্যতার ভিত্তিতে পেশা বা চাকুরী পাওয়ার অধিকার বিষযগুলোকে সামনে নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা আহছানিয়া মিশন কনসোটিয়াম সিএমকেএস ফরিদপুরে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা ইনচার্জ মো. পলাশ খানের পরিচালনায় এতে অংশগ্রহন করেন প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠি। অংশগ্রহণকারীগণ বলেন, চিকিৎসা সেবা গ্রহণে কখনো কখনো তাদের সাথে কিছুট দূরত্বমূলক আচরণ করা হয়। যা কাম্য নয়। রংমালা হিজড়া বলেন, তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে পাশাপাশি সেলাই মেশিন প্রদান ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করা হলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
প্রশিক্ষণ কালে প্রশিক্ষণ সহায়ক মো. পলাশ খান বলেন, সম্প্রতি জেলা সিভিল সাজন এবং জেনারেল হাসপাতালের চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত এ্যাডভোকেসীতে বিষয়গুলো আলোচিত হয়েছে। সে প্রেক্ষাপটে হিজড়ারা অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবে মর্মে সিভিল সাজন নিশ্চিত করেন। পাশাপাশি জেলার ব্লাস্ট এবং নন্দিতা সুরক্ষার সাথে সিএমকেএসএর আইনী সহায়তা অঙ্গিকার স্বাক্ষরিত হযেছে এর ফলে এখন থেকে হিজরা এবং তাদের কাছাকাছি জনগোষ্ঠি
তিনটি এবং প্রয়োজনে তার পরিবার বিনা মূল্যে আইনী সহায়তা পাবে।
উপরন্তু জেলা সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগক্রমে হিজড়াদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ বতমানে প্রক্ষিয়াধীন আছে যা তাদের অংশগ্রগণের ভিত্তিতে সম্পাদিত হবে।
উল্লেখ্য আইসিডিডি আর,বির ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত্বাবধানে কন্টিনিউয়েশন এন্ড স্কেল আপ অফ এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কী পপুলেশনস ইন বাংলাদেশ প্রকল্পটির মাধ্যমে অত্যন্ত “ঝুঁকিপুর্ণ পূরুষ ও হিজড়া” জনগোষ্ঠীর জন্য এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে মোট দশজন লক্ষিত জনগোষ্ঠি অংশগ্রহন করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫