মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিজয় লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এ উপলক্ষে নয়টি সাংস্কৃতিক ও নাট্য সংগঠন সংগঠন তাদের অনুষ্ঠান পরিবেশন করে।
সংগঠন গুলো হচ্ছে ফরিদপুর আবৃত্তি সংসদ এর অন্তর মম বিকাশিত কর, অংকুর আবৃত্তি চর্চা কেন্দ্র বিবিধ রতন ধবনী, চাঁদের হাট ফরিদপুরের কবর কবিতার নাটিকা, খেয়া সাংস্কৃতিক সংস্থার নাটক নদের চাঁদ, বৈশাখী নাট্য গোষ্ঠীর নাটক বৃদ্ধাশ্রম, অরুনি সাংস্কৃতিক সংস্থার মধুর চেয়ে আছে মধুর, বাংলা থিয়েটার নাটক পরিমনি, শহীদ সুফি নাট্য চক্রের নাটক অবক্ষয়, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা নাটক রাঙা ছুট।
এদিকে এ অনুষ্ঠানগুলো উপভোগ করতে বিভিন্ন বয়সী দর্শকেরা অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হন। তারা অনুষ্ঠানগুলো উপভোগ করেন এবং কলাকুশলীদের অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে এবং এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিপ্রা গোস্বামী, অধ্যাপক আলতাফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শান্ত প্রমুখ।
সভায় বক্তারা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এর জন্য সংগঠনগুলোকে ধন্যবাদ জানান এছাড়া সারা বছরব্যাপী যাতে এ ধরনের নাট্য অনুষ্ঠান তথা সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকে সেই ব্যাপারে সংগঠনগুলোর নিকট প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা দর্শকবৃন্দ এবং কলাকুশলীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোকে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha