আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশকাল : জুন ২৮, ২০২১, ৪:৪৬ পি.এম
নড়াইল পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ২৩ কোটি ৫৭ লাখ টাকার বাজেট পেশ
নড়াইল পৌরসভায় আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে নড়াইল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেয়রের নিজ কক্ষে নড়াইল পৌরসভার নতুন নারী মেয়র আনজুমান আরা আগামি অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেন।
আগামি অর্থবছরের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১৮০ টাকা। এর মধ্যে মোট রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি টাকা এবং প্রকল্প খাতে ১২ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা আয় ধরা হয়েছে।
বাজেট আলোচনায় অংশগ্রহন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এবং সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা মহিলা আওয়োমী লীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ, নড়াইল-২ এর এমপি মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ ওহাবুল আলম, সহকারি প্রকৌশলী মোঃ সুজন আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সরদার এবং জেলার বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী।
পৌর মেয়র তার বাজেট বক্তব্যে করোনাকালে পৌর এলাকায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দেওয়া, পৌর কর না বাড়ানো, পৌরসভার পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং শহরের চিত্রা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha