হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদরের ভালাইপুর মোড়ে বিএনপি নেতা ও ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। জখম জহুরুল ইসলাম (৩৬) ও সাব্বির হোসেনকে স্থানিয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের চিকিৎসগত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলামকে রাজশাহী রেফার করেন।
আজ বুধবার (১৮ ই ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝোড়াঘাটা গ্রামের এলাহি বক্সের ছেলে এবং আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভালাইপুরের বাসিন্দা সাব্বির হোসেন।
স্থানীয়রা জানান, বিকালে সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর বাজারের হুচুকপাড়া ঝোড়াঘাটা রোড়ের সহিদুল বিশ্বাস মার্কেটে নিজ চাউলের দোকানে বসেছিল জহুরুল ইসলাম। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে অতর্কিত তার ওপর হামলা চালায়।
পাশে থাকা সাব্বির হোসেন নামের যুবক ঠেকাতে এলে তাকেও কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলায় দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাদরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের চিকিৎসগত প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর জখম জহুরুল ইসলামকে রাজশাহী রেফার করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, জহুরুল ইসলাম তার চালের দোকানে বিএনপি নেতা কর্মিদের নিয়ে বসে ছিলেন। আসরের আজানের পর মোটরসাইকেল যোগে এসে অতির্কিত তার ওপর হামলা চালায় অজ্ঞাত কয়েকজন যুবক। হেলমেট পরা থাকায় তাদেরকে আমরা চিনতে পারিনি।
আহত জহুরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ জানান, আহত দুইজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ধারালো অস্ত্রের। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, ভালাইপুরের ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha