মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবসের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ আলি (১৭) ও একই এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এলাকায় খেলাধুলার আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবার রাতে ছিল সেই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন যুবকের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে বাড়ি ফেরার পথে ৬ জনকে ছুরিকাঘাত করে একটি পক্ষ। এর মধ্যে দুজন মারা গেছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, আমাদের কাছে তিনজন এসেছিল। দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। আর সুমন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে। আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে এ দ্বন্দ্বে জড়িয়েছে যুবকরা। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha