ফরিদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ফলের বাগান থেকে গাজার গাছ উদ্ধার করা হয়েছে। জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ভাটিকানাইপুর এলাকার মাজহারুল আলম চঞ্চলের ফল বাগান থেকে এটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের ওসি ডিবি সুনীল কুমার কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার গেয়েন্দা পুলিশের একটি দল রবিবার বিকালে শহরতলীর কানাইপুরের চঞ্চলের বিভিন্ন প্রজাতির ফল বাগানের অভিযান চালানো হয়।
এসময় বড় ধরনের পাঁচটি গাজার গাছ উদ্ধার করা হয়। তিনি বলেন, বাগানের মালি শিপন মালিথা (৩৫)কে আটক করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ওই ফল বাগানে দায়িত্বে থাকা মালিক নিজেই গাজার বীজ রোপন করেছে বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫