মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুরে পৃথক কর্মসূচি আয়োজন করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মসূচি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ, সোমবার, মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড মডেল মসজিদের সামনে সংগঠন সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, উপদেষ্টা এডভোকেট খান মোহাম্মদ সরোয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াকুব, অর্থ সম্পাদক মুফতি মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালে শহীদদের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, "বাংলাদেশের স্বাধীনতার পর সকল সরকারের সময়ে দুর্নীতি, অরাজকতা এবং সন্ত্রাসবাদ বিরাজমান ছিল, তাই প্রকৃতপক্ষে এখনো বাংলাদেশের বিজয় হয়নি।" বক্তারা আশা প্রকাশ করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে তারা সরকার গঠন করবেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এরপর একটি মোটরসাইকেল র্যালি ফরিদপুর শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠান শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভার কর্মসূচি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ফরিদপুর পৌরসভা শাখার সভাপতি ড. এহসানুল মাহাবুব রুবেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আবদূত তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা বদরউদ্দিন, নায়েবে আমির মোঃ ইমতিয়াজউদ্দিন আহমেদ, ফরিদপুর সদর জামায়াতে ইসলামী আমীর মোঃ জসিম উদ্দিন আহমেদ, নায়েবে আমির মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ, ফরিদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস.এ আবুল বাশার, ফরিদপুর শিবিরের সভাপতি মোঃ জিহাদুল ইসলাম রত্ন প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর দেশে স্বাধীনতার সুফল ভোগ না করার কথা তুলে ধরে বলেন, "শেখ মুজিবুর রহমানের আমলে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসা, তার কন্যা শেখ হাসিনার আমলে অনিয়ম, দুর্নীতি, হত্যা, গুমসহ নানা অপরাধ কায়েম হয়েছে। আমরা ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন করেছি এবং আমরা তা নষ্ট হতে দেব না।"
বক্তারা বলেন, "বাংলাদেশকে আমরা ন্যায্যতা ও ইনসাফ ভিত্তিক সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা ও অন্যান্য অপরাধের বিচার চাই। আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে একত্রিত করার আহ্বান জানাই।"
আরও পড়ুনঃ বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন
এর আগে একটি বিজয় মিছিল শহর প্রদক্ষিণ করে, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। মিছিলে দলীয় সমর্থক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha