আজকের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৫, ১১:০১ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৬, ২০২৪, ৫:২৯ পি.এম
বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনী হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রদর্শনী হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় ফরিদপুর জেলা হ্যান্ডবল কোর্সেস এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় লাল দল বনাম সবুজ দল প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাবেক সহ-সভাপতি এস এম আহসান তুহিন, হাসিবুল আমিন লিপন, মাছুদুর রহমান চুল্লু, ফরিদপুর জেলা হ্যান্ডবল কোর্সেস এসোসিয়েশনের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক প্রণব কুমার মুখার্জি, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সদস্য মোহাম্মদ আজাদ হোসেন, অমরেশ সাহা ও আজিজুর রহমান খান রাজন।
খেলা পরিচালনা করেন রেফারি আশুতোষ গুহ ও মিনার বিশ্বাস। খেলায় সবুজ দল ২৪-১৯ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আরও পড়ুনঃ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে – সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন অতিথিবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha