মোঃ রফিকুল ইসলাম, পৌর প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
সোমবার (১৬ ডিসেম্বর-২০২৪) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুনঃ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে – সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ
র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোঃ শহিদুল ইসলাম এবং পৌর আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান। বিজয় র্যালিতে জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।