আজকের তারিখ : এপ্রিল ১৬, ২০২৫, ৬:৪৬ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৬, ২০২৪, ৬:৪৯ পি.এম
মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

সারাদেশের মতো গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার, ১৬ই ডিসেম্বর, উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রত্যুষে, মুকসুদপুর থানা ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
দিনব্যাপী, অফিসার্স ক্লাব মাঠে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
আরও পড়ুনঃ যথাযোগ্য মর্যাদায় মধুখালীতে মহান বিজয় দিবস পালন
এবং সন্ধ্যায়, অফিসার্স ক্লাব মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবসের উদযাপন সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha