বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন কোন অপকৌশলে দেশকে বিপদে ফেলতে না পারে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "দেশ আমাদের সকলের, এবং দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।"
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আগামী দিনে মুকসুদপুর হবে বিএনপির ঘাটি। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য বিএনপির হয়ে কাজ করতে হবে।"
আরও পড়ুনঃ মধুখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামের বিশাল র্যালী
এছাড়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক সাজ্জাদুল আলম রিপন, বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান মুন্সি এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha