এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস (২০২৪ইং) পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বিজয় মেলার উদ্বোধন করা হয় এবং বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সালথা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা প্রেসক্লাব, উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এই আয়োজনের অংশ হিসেবে, সালথা উপজেলা বিএনপি, সহযোগী অঙ্গসংগঠন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আনুষ্ঠানিকতা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুগ্ম সম্পাদক এডভোকেট জাহিদুর রহমান লাভলু, শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, আটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ইসলাম, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খান, বিএনপি নেতা আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, সেচ্ছাসেবক দল নেতা মামুন চৌধুরী, ছাত্রদল নেতা রাজ হোসেন, সাইফুল আলম, রাকিব হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha