সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে "পল্লিকবি ও আদালত" শীর্ষক স্মরণিকা প্রকাশিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) পূর্ব বর্ধমান জেলার 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'র পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে এই সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। একই অনুষ্ঠানে 'বর্ধমান সহযোদ্ধা' সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করীম প্রমুখ।
পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের পুত্র জ্যোৎস্না মল্লিক, যিনি জেলা ও দায়রা বিচারক ছিলেন, এবং কবির নাতি সুধেন্দ্রনাথ মল্লিক, যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুমুদ সাহিত্য মেলা কমিটির বেশিরভাগ সদস্য আইনী পেশার সাথে যুক্ত। এই বিশেষ পরিস্থিতিতে 'পল্লিকবি ও আদালত' স্মরণিকা উপস্থাপন করা হয়।
কবির পরিবারের সদস্য এবং সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। কবিতা পাঠ করেন সমরেন্দু চক্রবর্তী, সেখ আব্দুল জব্বার, দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ।
এদিন 'বর্ধমান সহযোদ্ধা' সংগঠনের তরফে আইনী জনসচেতনতা কর্মসূচি পালনের অংশ হিসেবে মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে 'পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মান' প্রদান করা হয়।
আরও পড়ুনঃ লালপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক
কুমুদ সাহিত্য মেলা কমিটির সদস্য মোল্লা জসিমউদ্দিন, বৈদূর্য ঘোষাল, সোমনাথ ভট্টাচার্য, প্রতিমা হালদার জানান, "পল্লিকবির ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণিকা প্রকাশ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছি।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha