রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নে যৌথ বাহিনীর একটি চৌকস টিম সংঘবদ্ধ ডাকাত চক্র ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে।
১৫ ডিসেম্বর রাত ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত লেঃ কর্নেল মোঃ মাকসুদুল আলম পিএসসি ১০ ইবি নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তারা সংঘবদ্ধ ডাকাত চক্র ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটক আসামিরা হলেন মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রামের মৃত সামাদ মোল্যার পুত্র সোলেমান মোল্যা, সৈয়দ মোল্যার পুত্র মোঃ উজ্জল ইসলাম এবং রুবেল মোল্যা।
আরও পড়ুনঃ নাগরপুরে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের সাথে সাবেক ডি আই জি মো. রফিকুল ইসলামের মতবিনিময় সভা
পরে, আটককৃত আসামিদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়। যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, এই অভিযানটি ছিল ঝুঁকিপূর্ণ, তবে সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসন এই অভিযানকে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে, মাগুরার জনগণের মধ্যে আস্থা ফিরে এসেছে। যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha