আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর, ২০২৪) সকালে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম এবং গীতা পাঠ করেন শিক্ষক পরিমল চন্দ্র। এক মিনিট নিরবতা পালন করার পর আলোচনা সভা শুরু হয়।
প্রতিবন্ধী সাহায্য-সহায়তা কেন্দ্রের অফিসার মুনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল আল মামুন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, "১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতিকে মেধাশূন্য করে পিছিয়ে রাখার হীন মানসিকতায় পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ অন্যান্য শ্রেণীপেশার বুদ্ধিজীবীদের হত্যা করে। সুপরিকল্পিত এই হত্যাযজ্ঞে জড়িত ছিল রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা।"
শহীদদের আত্মার শান্তি কামনা করে এবং ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতায় তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করে একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।
আরও পড়ুনঃ মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা দপ্তরের প্রধান, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha