আজকের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৫, ১১:৫৭ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৪, ২০২৪, ৪:৫৯ পি.এম
ভাঙ্গায় নানা আয়োজনে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জান্দিগ্রাম বদ্ধভূমি ও চন্ডদাসদী গ্রামে ৭১ সালের হত্যাকাণ্ডের স্মরণে স্মৃতিস্তম্ভ পরিদর্শন, মাধবপুর জাতীয় কবরস্থান পরিদর্শন, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজ, সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, গোলাম মোস্তফা, মোঃ জমির আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন প্রমুখ।
আরও পড়ুনঃ সরকারি বাংলা কলেজে ‘ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ গঠিত
অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অনুসরণ করে সবার মাঝে ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha