আজকের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৫, ১২:৪৩ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৪, ২০২৪, ৪:১৯ পি.এম
ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মুদাররেস আলী ঈসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, "আমরা ১৯৪৭ সাল থেকেই বৈষম্যের শিকার হয়ে ছিলাম। তখন থেকেই এ দেশের বুদ্ধিজীবীরা তাদের বিভিন্ন লেখনী ও কর্মের মাধ্যমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিজয়ের দারপ্রান্তে পৌঁছানোর পর, পরাজয় বুঝতে পেরে দেশের শত্রুরা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে, এজন্য বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা বাস্তবায়ন করে। কিন্তু তারা আমাদের পরাধীন করে রাখতে পারেনি।"
বক্তারা আরও বলেন, "পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। বিশেষ করে গত ১৬ বছর আমাদের স্বাধীনতার চেতনাকে বাক্সবন্দি করে রাখা হয়েছিল। তবে এখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, সাম্য, মানবাধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হবে।"
আরও পড়ুনঃ সরকারি বাংলা কলেজে ‘ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ গঠিত
শেষে বক্তারা বলেন, "আমাদের সবাইকে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha