আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১০:২৯ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৪, ২০২৪, ৭:১৯ পি.এম
খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কুষ্টিয়ার খোকসায় ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে, শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
বক্তব্য রাখেন, সরকারি কমিশনার (ভূমি) রেশমা খাতুন, থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল হক, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার কামরুজ্জামান সোহেল, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু, এবং খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুধী সমাজ এবং সাংবাদিকরা। বক্তাগণ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মূল্যায়ন করেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
একই দিনে, খোকসা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খোকসা মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল খালেক। এছাড়া, ভূগোল বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান মো. ওয়াজেদ আলী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. হায়দার আলী, এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. শরাফত আলী বক্তৃতা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম রাজু।
আরও পড়ুনঃ সরকারি বাংলা কলেজে ‘ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ গঠিত
এদিনের অনুষ্ঠানগুলো শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে সম্মানিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন দিক থেকে তাদের অবদান স্মরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha