আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৭ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৪, ২০২৪, ১০:০৯ এ.এম
দৌলতপুরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবনের অপরাধে জীবন হাওলাদার (২৫) নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে বিজিবি। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ মাদক সেবনকারি জীবন হাওলাদারকে ১ মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক চিলমারী ইউনিয়নের আতারপাড়া এলাকার আকবর হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ জানান, "মাদক সেবন ও পরিবহনের অপরাধে জীবন হাওলাদারকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।"
আরও পড়ুনঃ মায়ের মৃত্যুর খবরে কারাগার থেকে প্যারোলে চার ঘণ্টার জন্য মুক্তি
পরে দণ্ডপ্রাপ্ত যুবককে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করে বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha