মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুন্দর সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে রাজবাড়ী জেলার পাংশা রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
পাংশা উপজেলা সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রবীণ সাংবাদিক অধ্যাপক মো. ইজাজুল হকের সভাপতিত্বে এবং শহিদুল ইসলামের উপস্থাপনায় স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে মো. জাকির হোসেন সরদার (দৈনিক একুশের নিউজ) কে সভাপতি এবং কাজী ছাব্বির হোসেন শিমু (দৈনিক মাতৃভাষা ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: এডভোকেট শাহিনূর রহমান (দৈনিক জনতার আদালত) এবং মো. শহিদুল ইসলাম (দৈনিক আরশী নগর)
যুগ্ম সাধারণ সম্পাদক: আনোয়ারুল ইসলাম আনোয়ার (দৈনিক গ্রীন বাংলা নিউজ)
সাংগঠনিক সম্পাদক: মুক্তার হোসেন (দৈনিক আমার বাংলা)
দপ্তর সম্পাদক: সেলিম মাহমুদ (দৈনিক সময়ের আলো)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. আসলামুজ্জামান (দৈনিক একুশের নিউজ)
ক্রীড়া সম্পাদক: শহর ইবনে হারেজ (সাপ্তাহিক আগামীর প্রত্যাশা)
সাংস্কৃতিক সম্পাদক: মো. হেলাল শেখ (দৈনিক সময়ের প্রত্যাশা)
কার্যনির্বাহী সদস্যরা হলেন:
অধ্যাপক মো. ইজাজুল হক (দৈনিক সংগ্রাম)
মো. মোক্তার হোসেন (দৈনিক ভোরের কাগজ, দৈনিক মাতৃকণ্ঠ ও দৈনিক সময়ের প্রত্যাশা)
অধ্যাপক মো. সহিদুর রহমান (ফ্রিল্যান্স সাংবাদিক)
শেখ মুহাম্মদ সবুর উদ্দিন (ফ্রিল্যান্স সাংবাদিক)
সঞ্জীব কুমার কুন্ডু (সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী)
আরও পড়ুনঃ মাগুরা গোপালগ্রামে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রবীণ সাংবাদিক অধ্যাপক মো. ইজাজুল হক নবীন এবং প্রবীণদের সমন্বয়ে গঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক কমিটির অগ্রযাত্রার সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha