রাজশাহীর প্রতিটি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বর্তমানে ভূমি সেবা ব্যাহত হচ্ছে। ইন্টারনেট সার্ভারের সমস্যা থাকার কারণে সাধারণ মানুষ জমির খাজনা, খারিজ ও ভূমি উন্নয়ন করসহ অন্যান্য ভূমি সেবা করতে পারছেন না। এর ফলে সাধারণ মানুষজন চরম বিড়ম্বনায় পড়ছেন। অনেকের জমির রেজিস্ট্রির কাজও বন্ধ রয়েছে।
গত ২৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই সমস্যা চলতে থাকার কারণে ভূমি রেজিস্ট্রির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শুধুমাত্র যারা পূর্বে ভূমি উন্নয়ন কর ও খাজনা পরিশোধ করেছেন, তারা সেবা নিতে পারছেন। তবে নতুন জমি কেনা-বেচা বা জমির চেক পাওয়ার কাজ বন্ধ রয়েছে।
তানোর পৌর এলাকার কম্পিউটার দোকানি রাফি, যিনি অনলাইনে মানুষের খাজনা আদায় ও ভূমি সংক্রান্ত অন্যান্য কাজ করে দেন, জানান, গত ২০ দিন ধরে তিনি সার্ভার সমস্যার কারণে কোন কাজ করতে পারছেন না। তিনি বলেন, "ভূমি অফিসের সরকারি সার্ভারে বড় ধরনের সমস্যা হচ্ছে। আমি কোনো কাজই করে দিতে পারছি না, এতে মানুষজনের ভোগান্তি বেড়েছে।"
এছাড়া, তানোরের একটি ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে আসা আব্দুল নামের এক ব্যক্তি জানান, জমির খাজনা দিতে না পারায় তার পরিবারের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তিনি প্রতিদিন অফিসে ঘুরছেন, কিন্তু জানেন না কবে সমস্যা সমাধান হবে।
তানোর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, গত দুই সপ্তাহ ধরে ভূমি রেজিস্ট্রির কাজ বন্ধ রয়েছে। তিনি আরো জানান, ইন্টারনেট সার্ভারের কারণে ভূমি সংক্রান্ত কাজগুলো চলতে পারছে না।
বাগমারা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসাইন জানিয়েছেন, এই সমস্যা মূলত প্রযুক্তিগত কারণে হয়েছে। এক প্রজন্মের সার্ভার থেকে আরেক প্রজন্মের সার্ভারে স্থানান্তরের ফলে সমস্যার সৃষ্টি হয়েছে, তবে খুব শিগগিরই এটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরি বলেন, "ভূমি অফিসগুলোতে প্রায় সব জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে, তবে কিছু কিছু কাজ হচ্ছে।"