ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে নেকবর আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটি মোট ২ লাখ টাকার বেশি মূল্যের বলে জানিয়েছেন গরুর মালিক।
গরুর মালিক নেকবর আলী জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের মতো তিনি গরু দুটি খাবার দিয়ে গোয়ালঘরের তালা লাগিয়ে ঘুমাতে যান। পরে রাত ২টার দিকে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি চুরি হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় রাতভর খোঁজাখুঁজি করেও গরু দুটি পাওয়া যায়নি।
এ বিষয়ে আদাবাড়ীয়া ইউনিয়নের সদস্য সাইদুর রহমান জানান, রাত ২টার দিকে নেকবর আলীর ২ লাখ টাকার গরু দুটি চুরি হয়েছে। আমরা এলাকার মানুষ নিয়ে সারারাত খোঁজাখুঁজি করেছি, কিন্তু গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ রহনপুর ট্রানজিট পরিদর্শনে নেপাল দূতাবাস
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গরু চুরির বিষয়টি তিনি শুনেছেন এবং থানার একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha