আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশকাল : জুন ২৭, ২০২১, ৯:৩৫ এ.এম
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে যুক্ত হলো আরও ১৫টি সিলিন্ডার
করোনায় স্বাসকষ্টের রোগীর সেবার জন্য নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হলো আরও ১৫টি সিলিন্ডার। শনিবার (২৬জুন) বিকেল ৫টায় নড়াইল এক্সপ্রেস হেল্থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এসব সিলিন্ডার গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন, ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান ও নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কর্মকর্তা কামরুল আলম, ইস্রাফিল খবির রাজু প্রমুখ। ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা নিজ তহবিল থেকে ৫টি এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ১০টি অক্সিজেন সিলন্ডার প্রদান করেন।
এ সময় বক্তারা জানান, এক্সপ্রেস ফাউন্ডেশন করোনাপ্রাদুর্ভাব শুরুর পর থেকে করোনা রোগিদের জন্য ফ্রি অক্সিমিটারসহ অক্সিজেন সিলিন্ডর ও নেবুলাইজার প্রদান করে আসছে। এ পর্যন্ত ৪শ ৬০জন স্বাসকষ্টের রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের কর্মীরা অধিকাংশ ক্ষেত্রেই বাড়িতে বাড়িতে গিয়ে সেবা পৌছে দিচ্ছেন। দু’একদিন পর আরও ১০টির মতো সিলিন্ডার যুক্ত হবে বলে কর্মকর্তারা জানান।
প্রসঙ্গত, করোনা শুরুর পর ফাউন্ডেশন কয়েক মাস গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য সেবা ও টেলিমেডিসিন সেবা, জেলায় করোনা নমুনা সংগ্রহের জন্য আর্থিকসহায়তা প্রদান এবং কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha