আজকের তারিখ : জুলাই ২৭, ২০২৫, ৭:২৬ এ.এম || প্রকাশকাল : জুন ২৭, ২০২১, ১১:৫৯ এ.এম
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগে সহ-সভাপতি হলেন বোয়ালমারীর পৃথিবী আলম রাজ

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বোয়ালমারীর ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ পৃথিবী আলম রাজ। সে বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা প্রয়াত সাজ্জাদ আলমের বড় ছেলে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৩৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সাইদুল সাইদকে সভাপতি এবং মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে এ কমিটিতে মো. পৃথিবী আলম রাজকে করা হয়েছে সহ- সভাপতি।
এর আগে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা জেলা ছাত্রলীগের উত্তরের কমিটি দেওয়া হয়েছিলো। সেই কমিটিতে সভাপতি হিসেবে সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। জানা যায়, তাদের দায়িত্ব দিয়ে দলের ত্যাগী ও প্রকৃত সদস্যদের নিয়ে ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর কথা বলা হয়। তবে দলীয় কোন্দল ও নতুন নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়নি।
পরে এ মাসের ১৬ জুন ২৩৮ জনকে সদস্য করে কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। পৃথিবী আলম রাজ বলেন 'ঢাকা ছাত্রলীগের (উত্তর) পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে সহ-সভাপতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে আমরা আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠন নিরালসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ।’
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha